ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরি চালু হতেই ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়ছে

প্রকাশিত: ১২:৪৯, ২২ মে ২০২০

ফেরি চালু হতেই ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়ছে

অনলাইন রিপোর্টার ॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরু‌টে বন্ধ হ‌য়ে যাওয়া ফেরি চলাচল পুনরায় শুরু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দিবাগত রাত ১১টার দি‌কে এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়। এর আগে ১৮ মে করোনা সংক্রমণ এড়া‌তে ঘরমু‌খো যাত্রীদের চাপ ঠেকা‌তে বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়। এদি‌কে রাত থে‌কে ফে‌রি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবা‌হী ট্রাক নদী পার হচ্ছে। ত‌বে সকালের পর থেকে যাত্রী ও‌যানবাহ‌নের চাপ ক‌মে যায়। ধারণা করা হ‌চ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়‌বে। ‌আজ শুক্রবার বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে রাত থে‌কে এরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ঘা‌টে যে চাপ ছিল তা সকা‌লের আগেই ক‌মে গে‌ছে। বর্তমানে এ রু‌টে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।
×