ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পশ্চিমাদের অপরাধযজ্ঞের দায় ফিলিস্তিনিরা বহন করতে পারে না’

প্রকাশিত: ১২:৩৮, ২২ মে ২০২০

‘পশ্চিমাদের অপরাধযজ্ঞের দায় ফিলিস্তিনিরা বহন করতে পারে না’

অনলাইন ডেস্ক ॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিদের বিরুদ্ধে কথিত পশ্চিমা সভ্যতার অপরাধযজ্ঞের দায় ফিলিস্তিনি জনগণ বহন করতে পারে না। তিনি গতরাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, যাদের সভ্যতা ‘চূড়ান্ত সমাধান হিসেবে’ গ্যাস চেম্বারে মানুষ পুড়িয়ে হত্যা করার অনুমতি দেয় তারাই এখন এমন একদল জনগোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে যারা গণভোটের মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধানের দাবি জানাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো লিখেছেন, আমেরিকা ও পশ্চিমা বিশ্ব গণতন্ত্রকে চরম ভয়। কিন্তু এই পশ্চিমাদের অপরাধযজ্ঞের মাশুল ফিলিস্তিনিরা দেবে- এটা মেনে নেয়া যায় না। মোহাম্মাদ জাওয়াদ জারিফ এর আগে বিশ্ব কুদস দিবস উপলক্ষে মুসলিম দেশগুলোর রেডিও ও টেলিভিশন ইউনিয়নকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে একটি বৈশ্বিক বিপদ। এই সরকার বিভিন্ন উপায়ে গোটা বিশ্বকে পণবন্দি করে রেখেছে এবং বর্তমানে বিশ্বের দেশগুলোকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিচ্ছে।
×