ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা তুলে নিলো টেসলা

প্রকাশিত: ১১:২৬, ২২ মে ২০২০

আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা তুলে নিলো টেসলা

অনলাইন ডেস্ক ॥ কারখানা খুলতে বাধা দেওয়ায় মে মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টির বিরুদ্ধে করা মামলা শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে টেসলা। মামলায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করেছিল, কাউন্টির বাধ্যতামূলক কোভিড-১৯ শাটডাউন নীতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নীতিমালার পরিপন্থী ছিল। মামলায় টেসলা বলেছে, “উৎপাদন সাময়িকভাবে বাতিল করার ক্ষেত্রে অকার্যকরিতার জন্য এবং বিভিন্ন স্থানে সরবরাহ বাতিল হওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।”-- খবর সিএনবিসি’র। কাউন্টির আদেশের মাধ্যমে চাপ প্রয়োগে বাধা দিতেই আদালতের কাছে স্থায়ী আদেশ চেয়েছিল টেসলা। ২৩ মার্চ কারখানায় উৎপাদন বন্ধ করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। উৎপাদন পুনরায় শুরু হয়েছে চলতি মাসের শুরুতে। আলামেডা কাউন্টির বিরুদ্ধে টেসলার এই মামলাকে এক ধরনের 'শো অফ' হিসেবেই দেখছেন অনেকে। কারণ, মামলায় সাময়িক আদেশের দাবি করলে সহজেই সেটি পেতে পারতো প্রতিষ্ঠানটি এবং বৈধ পথেই উৎপাদন শুরু করতে পারতো। কিন্তু, ইলন মাস্ক হেঁটেছেন ভিন্ন পথে। স্বাস্থ্যবিষয়ক আদেশ অবজ্ঞা করেই ৯ মে উৎপাদন শুরু করেছে টেসলা।
×