ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ হোল্ডিংয়ের

প্রকাশিত: ০০:১৪, ২২ মে ২০২০

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ হোল্ডিংয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ নানাবিধ সমস্যায় জর্জরিত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সে কারণে এক সময় বিশ^ ক্রিকেটে মহাপরাক্রমশালী দলটি এখন তলানিতে। দলগত পারফর্মেন্সে একেবারেই নাজুক পরিস্থিতি। এর পেছনে রয়েছে বোর্ড- ক্রিকেটার বাজে সম্পর্ক। এর সঙ্গে এবার কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং বোর্ডে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের দেয়ার জন্য ২০১৩-১৪ মৌসুমে উপহার হিসেবে ৫ লাখ মার্কিন ডলার দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু সেই অর্থের পুরোটাই মেরে দিয়েছে সিডব্লিউআই, এমনটাই দাবি করেছেন হোল্ডিং। মূলত কের ফস্টারের নেতৃত্বে ক্যারিবীয় ক্রিকেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ক্যারিবীয় ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে তদন্ত ও পর্যবেক্ষণ করেছে। এরপর ৬০ পৃষ্ঠার একটি অডিট প্রতিবেদন পেশ করে তারা। সেই প্রতিবেদনটা ভালভাবেই দেখেছেন হোল্ডিং। ৬৬ বছর বয়সী এ সাবেক পেসার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ওই প্রতিবেদনের প্রেক্ষিতেই আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। সেই প্রতিবেদন নিয়ে ইউটিউবে হওয়া এক অনুষ্ঠানে আলোচনার এক ফাঁকে হোল্ডিং বলেন, ‘আমি পরবর্তী অনুষ্ঠানে আরেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলব। ২০১৪ সালে সাবেক খেলোয়াড়দের সাহায্যের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ৫ লাখ ডলার দিয়েছিল বিসিসিআই। আমি একজন সাবেক খেলোয়াড়, আমি বলছি না যে আমার সেই টাকা লাগবে। ‘তবে আমি এমন অনেক খেলোয়াড়কে চিনি, যারা এই ৫ লাখ ডলারের একটি পয়সার দেখাও পায়নি। কাউকে কিছুই দেয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, ভারতের দেয়া সেই অনুদানের টাকাগুলো কোথায়?’ এর আগে তিনি ফস্টারের প্রতিবেদন থেকে জানান ২০১৮ সালের ৮ আগস্ট এক স্পন্সরের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার ২০০ ডলার পায় সিডব্লিউআই এবং একই সঙ্গে ডোমিনিকা ক্রিকেট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিপুল পরিমাণ অর্থ দেয়া হয় তাদের। এখানেই মূলত আপত্তি ক্যারিবিয়ান কিংবদন্তির।
×