ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় আসছে সংক্রমণমুক্ত ক্রিকেট বল

প্রকাশিত: ০০:১৩, ২২ মে ২০২০

অস্ট্রেলিয়ায় আসছে সংক্রমণমুক্ত ক্রিকেট বল

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস উচ্চমাত্রার ছোয়াচে ও সংক্রামক। নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে অন্যের মাঝে। পারস্পরিক সংস্পর্শও তাই বিপজ্জনক। এ কারণে করোনা প্রতিরোধে বিশ^ব্যাপীই বন্ধ রয়েছে সব ধরনের কর্মকা-। স্থগিত হয়ে আছে ক্রিকেট কার্যকলাপও। সংক্রমণ যাতে এড়ানো যায় সেজন্য বিশেষ ধরনের বল ব্যবহারের চিন্তাভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার সায়েন্স এ্যান্ড স্পোর্টস মেডিসিন ম্যানেজার এ্যালেক্স কন্টুরিস এক ভিডিও বার্তায় জানিয়েছেন চামড়ার তৈরি বলটির ব্যবহার চূড়ান্তভাবে নিশ্চিত করার আগে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তাছাড়া বিশ^ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও অনুমোদনের প্রয়োজন রয়েছে এর ব্যবহারিক প্রয়োগ শুরুর জন্য। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকাটাই এখন কঠিন চ্যালেঞ্জ। গত দুই মাস এই সংক্রমণ রোধের জন্য স্থগিত হয়ে আছে সব ধরনের ক্রিকেট। তবে বিকল্প চিন্তা করতে শুরু করে দিয়েছেন অনেকেই। এরই অংশ হিসেবে বিশেষ ধরনের এক বল আনতে যাচ্ছে সিএ। যদিও এখন পর্যন্ত সেই বলটির পরীক্ষামূলক প্রয়োগ পর্যন্ত হয়নি। তবে সিএ ক্রিকেট কর্তৃপক্ষ এর ব্যবহার নিয়ে ইতিবাচক আছেন। এ বিষয়ে কন্টুরিস বলেন, ‘বলটি চামড়ার তৈরি। সংক্রমণ ছড়ানোর শঙ্কা কম। তবে আমরা জানি না খেলায় এটা কেমন আচরণ করবে, কতটা কার্যকরী হবে। তবে আমরা অনেক কিছুই চেষ্টা করছি। সেই চেষ্টার একটা অংশ এটি।’ অবশ্য শুধু সিএ চাইলেই হবে না, বলটির ব্যবহার শুরুর আগে আইসিসির অনুমোদনও পেতে হবে। এ বিষয়ে কন্টুরিস আরও বলেন, ‘সংক্রমণমুক্ত বল আমাদের বিবেচনায় আছে। খেলায় কী ধরনের প্রভাব ফেলবে সেটা এখনও বলা কঠিন। কারণ এখনও আমরা পরীক্ষা করিনি। অবশ্যই আমাদের পরীক্ষা-পর্বের মধ্য দিয়ে যেতে হবে। আইসিসির সঙ্গেও কথা বলতে হবে। ব্যবহারের অনুমতি নিতে হবে।’ দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর, এখন নতুন করে তা চালু করার জন্য বিভিন্ন উপায় চিন্তা করছে আইসিসি। চিন্তাভাবনা করছে বিভিন্ন বোর্ডও।
×