ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে ৫৪ বস্তা চাল আটক

প্রকাশিত: ২৩:৫৬, ২২ মে ২০২০

বদরগঞ্জে ৫৪ বস্তা চাল আটক

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২১ মে ॥ রংপুরের বদরগঞ্জে ত্রাণের ৫৪ বস্তা চাল পাচার করার সময় আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার এলাকাবাসী চাল ভর্তি তিনটি ব্যাটারি চালিত অটোগাড়ি আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে চালের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, চালের বস্তাগুলো পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুরবাজার থেকে বদরগঞ্জে পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে। চালের বস্তাগুলো কেশবপুর বাজারের ব্যবসায়ী লিটন মিয়ার বলে তিনি দাবি করা হয়। ধারণা করা হচ্ছে, চালের বস্তাগুলো ছিল সরকারী ত্রাণ অথবা স্বল্পমূল্যে বিক্রির জন্য। কোন জনপ্রতিনিধি গোপনে চালের বস্তাগুলো মজুদ করে ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। পরে তা বদরগঞ্জে পাচারের সময় আটক করে পুলিশে খবর দেয়া হয়। বরিশালে ২৩ বছর পর আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হানিফ সরদার (৫৫) জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার মৃত ছবদের আলী সরদারের পুত্র। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হানিফ সরদার ১৯৯৭ সালে মামলা দায়েরের পর দীর্ঘ ২৩ বছর পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিনাথপুর এলাকায় আত্মগোপন করে থাকা হানিফকে গ্রেফতার করে থানা পুলিশ।
×