ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় পরিবহন শ্রমিকদের অর্থ সহায়তা

প্রকাশিত: ২৩:৫৫, ২২ মে ২০২০

হাতিয়ায় পরিবহন শ্রমিকদের অর্থ সহায়তা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২১ মে ॥ পরিবহন শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ করেন বাস মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে হাতিয়ায় উপজেলা সদর ওছখালীতে মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। জানাযায়, করোনার কারণে লকডাউন থাকায় গণপরিবহন বন্ধ প্রায় দুই মাস। এতে এ ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকরা অনেকে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। তাদের কথা চিন্তা করে বাসমালিক সমিতি প্রায় ২শ’ ৫০ চালক ও হেল্পারকে ১ হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ও মোটর শ্রমিক ইউনিয়ন হাতিয়া শাখার সভাপতি ফরাদ উদ্দিন। টাঙ্গাইলে পুকুরে ডুবে ভবঘুরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ মে ॥ টাঙ্গাইল পৌর শহরের পদ্মমনি পুকুর থেকে ভবঘুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি শহরের বিন্দুবাসিনী গার্লস স্কুলের পাশে পদ্মমনি (বড় পুকুর) পুকুর ঘাটে গোসল করতে নামে। তারপর সে আর পুকুরের ওপরে পাড়ে উঠেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পানির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
×