ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ॥ নিষিদ্ধ চট্টগ্রামের পর্যটন স্পট

প্রকাশিত: ২৩:৫২, ২২ মে ২০২০

করোনা ॥ নিষিদ্ধ চট্টগ্রামের পর্যটন স্পট

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ঈদের ছুটিতে পর্যটন স্পটগুলো নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দিয়ে নগরবাসীকে সচেষ্ট করার জন্য আহ্বান করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমিত না হতে ও এ ভাইরাসের প্রতিবন্ধকতা সৃষ্টিতে সিএমপির উদ্যোগে জনস্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান। বৃহস্পতিবার সিএমপির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে এ নিষেধাজ্ঞা প্রচারের জন্য একটি প্রেস বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মার্চ সিএমপির পক্ষ থেকে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২১ মে ঈদের ছুটিতে যেন পর্যটকরা পর্যটনকেন্দ্রিক স্পটগুলো থেকে বিরত থাকে তাই এ নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় ঈদের ছুটিতে পর্যটকরা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, ভাটিয়ারি সানসেড পয়েন্ট, স্বাধীনতা পার্ক, শিশু পার্কসহ বিভিন্ন স্পটে পরিভ্রমণ করেন পর্যটকরা। কিন্তু বৈশি^ক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে পুলিশ প্রশাসন সে ধরনের পদক্ষেপ নিয়েছে। এতে শুধু পর্যটকরাই নয়, তাদের আত্মীয়স্বজনও ভাইরাস আতঙ্ক থেকে মুক্ত থাকবে। কারণ, এসব পর্যটন স্পটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদ মৌসুমে পর্যটকরা যেমন হুমড়ি খেয়ে পড়ে, তেমনি স্থানীয়রাও পিছিয়ে থাকে না। গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো লকডাউন ঘোষণা করেছে। তবে এর আগে গত ১৫ মার্চ থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুযোগে অনেক অভিভাবক শিক্ষার্থীদের নিয়ে পর্যটনের উদ্দেশে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও তিনটি পার্বত্যাঞ্চল পর্যটনের উদ্দেশে বেরিয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ প্রতিহিংসামূলকভাবে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার সুহিলপুরের কেন্দুবাড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মুখলেছুর রহমান ও খোকন মিয়া নামে দু’জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পুকুরটির ইজারাদার কামাল আজাদ জানান, প্রায় ১৫ মাস আগে তিনি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ৫ মে মৎস্য খামারের পাহারাদারকে মারধর ও চুরির বিষয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
×