ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন পার্বত্য জেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা বিপাকে

প্রকাশিত: ২৩:৫১, ২২ মে ২০২০

তিন পার্বত্য জেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা বিপাকে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতনভাতা নেয়া যা"ছ না। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ননএমপিও স্কুল.মাদ্রাসা,কলেজ ও কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তিন মাস ধরে বেতন বন্ধ। সামাজিক মর্যদার কারণে অনেক শিক্ষক ত্রাণ নেয়ার জন্য লাইনে দাঁড়াতে পারছে না। এই অব¯'ায় তিন পার্বত্য জেলার ৬ হাজার শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের জন্য বিশেষ প্রনোদনা প্যাকেজ দাবি করেছে সংশ্লিষ্টার। বেসরকাকি শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, খাগড়াছড়ি,বান্দরবান ও রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় এমপিও, ননএমপিও স্কুল,মাদ্রাসা ও কিন্ডারগার্ডেনের সংখ্যা প্রায় ৮ শতাধিক। শিক্ষকতার পেশায় জড়িত রয়েছে প্রায় ৬ হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী। করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার।
×