ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ হাজার পরিবার পাচ্ছে চসিকের সহায়তা

প্রকাশিত: ২৩:৪৯, ২২ মে ২০২০

২০ হাজার পরিবার পাচ্ছে চসিকের সহায়তা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনার দুর্যোগকালীন সময়ে জরুরী খাদ্য সহায়তায় ইউএনডিপি এবং ইউকে-এইডের সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র আ জ ম নাছির উদ্দীন বৃহস্পতিবার সকালে নগরীর বকশীরহাট ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিজনকে ১৫শ’ টাকা করে মোট ২০ হাজার ১৪৮ জনের মাঝে ৩ কোটি ২ লাখ ২২ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়। এই অর্থ সহায়তা উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌঁছে যাবে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত সিডিসির নির্বাচিত প্রাথমিক দলের সদস্যদের মাঝে এই টাকা বিতরণ করা হচ্ছে। বকশির হাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ সাইফুর রহমান চৌধুরী ও টাউন ফেডারেশনের চেয়ারপার্সন কোহিনুর আক্তার। অর্থ বিতরণকালে মেয়র বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় সুস্থ থেকে বেঁচে থাকাটা এখন জরুরী ইস্যু। আর সুস্থভাবে বেঁচে থাকতে হলে খাদ্য সহায়তার বিষয়টি জরুরী। তাই এই অর্থ বিতরণ।
×