ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের লক্ষ্যে জরিপ

প্রকাশিত: ২৩:৪৭, ২২ মে ২০২০

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের লক্ষ্যে জরিপ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ মে ॥ চলমান করোনা সংক্রমণ মোকাবেলায় ঠাকুগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের উদ্দেশে ও তার সম্ভাবতা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ দল সরেজমিন জরিপ কার্যক্রম পরিচালনা করেছেন। বৃহস্পতিবার বিশেষজ্ঞ দল ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং এ দলের নেতৃত্বে ছিলেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ। এ উপলক্ষে আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন, বিশেষজ্ঞ ড. আনোয়ার খসরু পারভেজ, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, জেলা বিএমএর সভাপতি ডাঃ আবু মোঃ খয়রুল কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ, ডাঃ তোজাম্মেল হক প্রমুখ। সভায় চিকিৎসক ও স্বাস্থ্য প্রশাসনের বিশেষজ্ঞগণ করোনা সংক্রমণ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের গুরুত্বারোপ করেন এবং পরবর্তীতে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে পূর্ণাঙ্গ রিপোর্টের পর সরকারী সিদ্ধান্তে ল্যাব স্থাপনের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান।
×