ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁধ ধসে মিশিগানে প্রবল বন্যা

প্রকাশিত: ২৩:৩৯, ২২ মে ২০২০

বাঁধ ধসে মিশিগানে প্রবল বন্যা

কয়েকদিনের টানা বৃষ্টিতে দুই বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। ইডেনভিল ও স্যানফোর্ড বাঁধ ধসে পড়ার পরপরই দেশটির আবহাওয়া বিভাগ তিত্তাবাওয়াসি নদীর আশপাশের এলাকায় বন্যা সতর্কতা জারি করে। বন্যায় ডেট্রয়েট থেকে ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত শহর মিডল্যান্ডের একাংশ ৯ ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে কর্তৃপক্ষ সতর্ক করেছে। মঙ্গলবার বাঁধ দুটি ধসে পড়ার পরপরই মিশিগানের গবর্নর গ্রিচেন হুইটমার ৪০ হাজার বাসিন্দার শহর মিডল্যান্ডে জরুরী অবস্থা জারি করেছেন। সাধারণত এ রকমটা দেখিনি আমরা। মহামারীর মধ্যে এমন বিপর্যয়, ভাবা যায় না বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সময় বাসিন্দাদের মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতেও পরামর্শ দিয়েছে। পরিস্থিতিকে ‘ভয়াবহ বিপজ্জনক ও প্রাণসংহারী’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টিরে কারণে যে দুটি বাঁধ ধসে পড়েছে তার মধ্যে ইডেনভিলের বাঁধটি নির্মিত হয়েছিল ১৯২৪ সালে। প্রেসিডেন্ট ট্রাম্পের মিশিগান ভ্রমণের কথা রয়েছে। -সিএনএন
×