ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এসএসসির ফল ৩১ মে

প্রকাশিত: ২৩:১৭, ২২ মে ২০২০

এসএসসির ফল ৩১ মে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩১ মে প্রকাশ হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। প্রাণঘাতী করোনার ছোবলের কারণে এবার জননিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেই ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ ছাড়াও শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমেই পেয়ে যাবেন ফল। কেবল তাই নয়, অন্য বছরের মতো এবার শিক্ষা মন্ত্রণালয় ঘটা করে সংবাদ সম্মেলনও করবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠকে ফল প্রকাশের সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিব বলেন, ৩১ মে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের একটি চিত্র তুলে ধরব। অন্য বছরের মতো আমরা একসঙ্গে সকলে গিয়ে ফলাফলের কপি হস্তান্তর করব না এবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হব। এবার অন্য বছরের মতো মন্ত্রণালয়ে সেভাবে সংবাদ সম্মেলন করা হবে না। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সেই ফলাফলের একটি চিত্র তুলে ধরা হতে পারে। এরপর ফলাফলের কপি সাংবাদিকদের মেলে পাঠিয়ে দেয়া হবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোন মোবাইল অপারেটরের নম্বর থেকে ঝঝঈ ইড়ধৎফ ঘধসব (প্রথম তিন অক্ষর) জড়ষষ ণবধৎ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেয়া হবে।
×