ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ পবিত্র জুমাতুল বিদা

প্রকাশিত: ২৩:১৫, ২২ মে ২০২০

আজ পবিত্র জুমাতুল বিদা

স্টাফ রিপোর্টার ॥ আজ পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। দিনটি আবার আল কুদ্স দিবস হিসেবে পরিচিত। দিনটি ইবাদত বন্দেগী ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। প্রতিবছর জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হলেও এবার সেই ব্যবস্থা থাকছে না। করোনাভাইরাসের কারলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেবল মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করবেন। তিন ফুট দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করতে হবে। ফলে এবারের রমজানের জুম্মাতুল বিদা পালনের বিশেষ কোন আনুষ্ঠানিকতা নেই। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্যদিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। জুমুআ’ আরবি শব্দটির বাংলা অর্থ শুক্রবার আর ‘বিদা’ অর্থ শেষ। জুমাতুল বিদা অর্থ শেষ শুক্রবার। মাহে রমজানের শেষ জুমার দিনটি আমাদের সমাজে জুমাতুল বিদা নামে পরিচিত। যদিও পরিভাষাটি কোরআন বা হাদিসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোন বর্ণনায় পাওয়া যায় না। তারপরও মোবারক মাস রমজানের শেষ জুমার দিন হিসেবে এর গুরুত্ব কম নয়। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। ইসলামি চিন্তবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমার দিনকে জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। এ মাসের শেষ জুমার দিন আবার পালিত হয় আল কুদ্স দিবস। এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এ দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য যে এ দিনে আল্লাহর নবী হযরত দাউদ (আঃ) এর পুত্র হযরত সুলাইমান (আঃ) জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন। আল্লাহর মহিমা তুলে ধরতে তিনি সেখানে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল-আকসা পুনর্নির্মাণ করেন। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদের নববীর পর মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে বায়তুল মোকাদ্দাস বা মসজিদ আল-আকসা। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারে বিশ্বের মুসলমানরা ইসরায়েলের কবল থেকে বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করার জন্য নতুন শপথ নিয়ে থাকে। এজন্য রমজান মাসের শেষ শুক্রবারকে আল কুদ্স দিবস বলা হয়। এ দিনের বিশ্বের মুসলমানরা মুসলিম উম্মার ঐক্য, তাদের উন্নয়ন, আল কুদ্সের মুক্তি জন্য আল্লাহ্র দরবারে বিশেষ প্রার্থনা করে থাকেন।
×