ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জোরদার ও দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবি জাসদের

প্রকাশিত: ২৩:০১, ২২ মে ২০২০

আমফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জোরদার ও দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবি জাসদের

স্টাফ রিপোর্টার ॥ সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, করোনা সঙ্কটকালে ঘূর্ণিঝড় দেশের মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছিল। তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে ও অস্বাভাবিক জলোচ্ছ্বাসে মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা কম হলেও ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে সমুদ্রের নোনা পানি ঢুকে অনেক স্থানেই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা ও ফসলের জমি নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক লাখ মানুষ করোনা মহামারীর মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ছাড়াই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তারা খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সঙ্কটে আছেন।
×