ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএনসিসি ৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ-উপহার পাঠাবে

প্রকাশিত: ২৩:০০, ২২ মে ২০২০

ডিএনসিসি ৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ-উপহার পাঠাবে

স্টাফ রিপোর্টার ॥ নিজস্ব তহবিল থেকে ডিএনসিসির ৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ-উপহার পাঠাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একই সঙ্গে ডিএনসিসি এলাকার এক হাজার ৮৯০ মসজিদের ইমামের প্রত্যেককে দুই হাজার টাকা এবং প্রত্যেক মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে ঈদ-উপহার ইতিমধ্যে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় তিনি এসব কথা জানান। সভায় সকল ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
×