ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন ॥ আহ্বান নাসিমের

প্রকাশিত: ২২:৫৮, ২২ মে ২০২০

যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন ॥ আহ্বান নাসিমের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি এবারের ঈদে কেনাকাটা না করে দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন। অহেতুক বাইরে ভিড় করে বিপদ ডেকে আনবেন না। বৃহস্পতিবার দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। মোহাম্মদ নাসিমের নির্দেশে ১৪ দলের পক্ষে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬ নম্বর ও কালসি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দাদের মধ্যে যেসব রিক্সা ও ভ্যান চালকসহ দরিদ্র মানুষ মিরপুর-৬ নম্বর কালসি এলাকায় আছেন তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুইশ’ প্যাকেট ত্রাণ দেয়া হয়। পরে মোহাম্মদ নাসিম ফোনে এ তথ্য জানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। যেকোন দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলার প্রস্তুতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আছে। এদিকে বুধবারও মিরপুরের বিভিন্ন এলাকায় দেড় শ’ দরিদ্র মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। ১৪ দলের পক্ষ থেকে উল্লেখিত সাড়ে তিন শ’ প্যাকেট ত্রাণ দরিদ্রদের হাতে প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মজনু।
×