ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২২:৫৫, ২২ মে ২০২০

ঝলক

সাপ্তাহিক ছুটি তিনদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চারদিনের কর্মসপ্তাহ চালুসহ কাজের ক্ষেত্রে শিথিলতা আনতে নিয়োগকারী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বেশি ছুটি পেয়ে দেশের জনগণ অভ্যন্তরীণভাবে পর্যটন শিল্প খাতকে দৃঢ় করতে পারবে এবং তাদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য থাকবে। ফেসবুকে লাইভে জাসিন্ডা বলেন, অর্থনীতিকে নতুন করে সচল করতে ও অভ্যন্তরীণভাবে দেশের পর্যটন শিল্পকে জাগিয়ে তুলতে কর্মসপ্তাহ সংক্ষিপ্ত করা থেকে শুরু করে সরকারী ছুটি বাড়ানোসহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে জনগণ। অনেক নিউজিল্যান্ডবাসী বলছেন, কর্মজীবনে আরও শিথিলতা পেলে তারা আরও বেশি করে দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন। আমি শুনেছি, অনেক মানুষই চারদিনের কর্মসপ্তাহ চালু করার পরামর্শ দিয়েছেন। মূলত এটি নিয়োগকারী কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যকার ব্যাপার। তবে কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে আমরা যা শিখেছি তাতে বলা যায়, মানুষকে বাড়ি থেকে কাজ করার মতো শিথিলতা দেয়ার পরও তা উৎপাদনশীল করা সম্ভব হয়েছে। আমি সত্যিকার অর্থে নিয়োগকারীদের উদ্বুদ্ধ করব, তারা যেন এ নিয়ে ভাবে এবং সে রকম কিছু করার প্রচেষ্টা নেয়। মনে করবেন, এটা আপনাদের কর্মক্ষেত্রের জন্যই কাজ করছে। কারণ এর মধ্য দিয়ে নিশ্চিতভাবে গোটা দেশের পর্যটন শিল্পকে শক্তিশালী করবে।’ পারপেচুয়াল গার্ডিয়ানের প্রতিষ্ঠাতা এ্যান্ড্রু বারনেস ২০১৮ সালেই তার প্রতিষ্ঠানের কর্মসপ্তাহ চারদিন করে দিয়েছিলেন। বারনেস দেখেছেন, এর মধ্য দিয়ে তার প্রতিষ্ঠানের কর্মীরা এর মধ্য দিয়ে আগের চেয়ে বেশি আনন্দ নিয়ে কাজ করেন। আগের চেয়ে তা আরও ফলপ্রসূও হয়েছে। বারনেস বলেন, অবশ্যই কোভিড-১৯ পরবর্তী সময়ে নিউজিল্যান্ডে চারদিনের কর্মসপ্তাহ চালু করা যেতে পারে। প্রকৃতপক্ষে অর্থনীতির পুনর্গঠনের জন্য এটি কৌশল হিসেবে কাজ করবে। বিশেষ করে এটি পর্যটন বাজারকে জোরালো করবে। -ইন্ডিয়া টুডে মোনালিসা বিক্রির প্রস্তাব করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফ্রান্সের সরকার। অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। এমন অবস্থায় আর্থিক মন্দা কাটাতে তাই লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্ম বিক্রি করে দেয়ার প্রস্তাব দিয়েছেন এক ফরাসী ব্যবসায়ী। তবে তেমন কিছু ঘটলে ফ্রান্সের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চিত্রকর্ম বিষয়ক এক আন্তর্জাতিক সংগঠন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ৭০০ মানুষ। মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৫ জনের। এদিকে দিনের পর দিন লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নেমেছে। এমন পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ইউরোতে মোনালিসা বিক্রি করে দেয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন। ডিস্টিঙ্গুইন মনে করছেন, মোনালিসা বিক্রি হলে বড় ধরনের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেয়া সম্ভব হবে। ইতালির জনপ্রিয় চিত্রকর সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সেটি শিল্পকর্মটি লুভরে রয়েছে ঠিকই। তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়। ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের পক্ষ থেকেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে। -ফ্রান্স ২৪
×