ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইভার মেক্টিন, কোভিড-১৯ এর ক্ষেত্রে কার্যকর ওষুধ

প্রকাশিত: ২২:৫৪, ২২ মে ২০২০

ইভার মেক্টিন, কোভিড-১৯ এর ক্ষেত্রে কার্যকর ওষুধ

* কৃত্রিম ওষুধ স্বভাবত। * কাজ করে উকুন মারার ওষুধ হিসেবে। * সম্প্রতি হৈচৈ তুলছে ওষুধটি কোভিড-১৯ ভাইরাসে এর প্রয়োগ নিয়ে। * দেখা যাচ্ছে, এক ডোজ চিকিৎসা ভাইরাসের পরিমাণ ৫০০ গুণ কমিয়ে দেয়। * বাংলাদেশও ওষুধটি প্রয়োগ করা হয়েছে ডক্সিসাইক্লিনের সঙ্গে একত্রে। অভাবনীয় উপকার মিলেছে বলে ডাক্তারদের দাবি। * গর্ভবতী নারীদের দেয়া যাবে না তবে স্তন্যদানকারীদের দেয়া যাবে। * ৫ বছরের উর্ধে শিশুদের ক্ষেত্রে ২টা ৬ মি.গ্রা. এর বড়ি খালিপেটে খাওয়ার ১ ঘণ্টা আগে ১৪ দিন পর আবার ২টি। * বড়দের ক্ষেত্রে ১২ মি. গ্রা. এর বড়ি ২টি একেত্রে ১ ডোজ ১ম দিনে, আবার ১৪ দিন পরে আর এক ডোজ। * বলা হচ্ছে সে করোনাভাইরাস কে মেরে ফেলে এবং ব্যক্তি থেকে ব্যক্তির সংক্রমণ প্রতিহত করে। * পার্শ¦ প্রতিক্রিয়া তেমন নেই চোখ লাল, গা জ্বালা পোড়া হতে পারে। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫২৮৫৫৫৯
×