ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রক্ত দিয়ে নারীর জীবন বাঁচালেন আইনজীবী

প্রকাশিত: ২১:৩৮, ২১ মে ২০২০

রক্ত দিয়ে নারীর জীবন বাঁচালেন আইনজীবী

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের অধিক সংক্রমণের এই সময়ে যখন নিজের ছোট খাটো সমস্যা নিয়ে কেউ হাসপাতালে যেতে চান না, তখন ঝুঁকি নিয়ে নিজের রক্ত দিয়ে এক নারীর জীবন বাঁচালেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মার্ডান হাসপাতালে গিয়ে অ্যানিমিয়া রোগে আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব ওই নারীকে রক্ত দেন তিনি। সাধারণত অ্যানিমিয়া রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাত করেই কমে যায়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। ইমতিয়াজ আহমেদ জানান, বুধবার রাতে একটি ফেসবুক গ্রুপে দেখতে পাই জরুরি ভিত্তিতে (এ-পজেটিভ) তিন ব্যাগ রক্তের প্রয়োজন। ওই পোষ্টে দেওয়া নম্বরে ফোন দিয়ে জানলাম, রাতেই ওই নারীকে তিন ব্যাগ রক্ত দেওয়া খুব জরুরি। কিন্তু সহজলভ্য এ পজেটিভ রক্তও কেউ দিতে রাজি হচ্ছে না বলে আমাকে জানায়। তাই আমি আর দেরি করিনি, নিজের করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও এক ব্যাগ রক্ত দিয়ে এসেছি। ইমতিয়াজ আহমেদ বলেন, সব সময়ই চেষ্টা করি মানুষের জন্য কাজ করতে, এবার করোনা কারণে লকডাউন শুরু হওয়ার পর নিজের উদ্যোগে অন্তত এক হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছি।
×