ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫৬ জন, জেলায় মোট ৬৭৩ জন

প্রকাশিত: ১৯:৪০, ২১ মে ২০২০

গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫৬ জন, জেলায় মোট ৬৭৩ জন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। জেলায় ২৪ ঘন্টায় এ ভাইরাসে ৫৬জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় এপর্যন্ত মোট ৬৭৩ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ২১৫জন সুস্থ্য হয়েছেন এবং ৩জন মারা গেছেন। বৃহস্পতিবার গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে সর্বশেষ ২৪ ঘন্টায় ৩২৬ জনের নমুনা পরীক্ষার বৃহষ্পতিবার প্রাপ্ত ফলাফলে ৫৬জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছে গাজীপুর সদর উপজেলায়। নতুন আক্রান্তদের মধ্যে এ উপজেলায় ৫৩জন, কালীগঞ্জে ১ জন ও শ্রীপুরে ২ জন রয়েছেন। তবে এদিনের প্রাপ্ত ফলাফলে গাজীপুরের অপর দু’উপজেলায় কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলার কারো দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি (গত ২৪ঘন্টায়)। সিভিল সার্জন আরো জানান, গাজীপুরের ৫টি উপজেলায় এপর্যন্ত (বৃহষ্পতিবার) ৬৭৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৩৮৮ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১১০জন, কাপাসিয়ায় ৮০জন, কালিয়াকৈরে ৬৩জন ও শ্রীপুর উপজেলার ৩২জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২১৫জন ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন এবং ৩জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ৭ হাজার ১২৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।
×