ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে বৈশাখী টেলিভিশনে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ১৮:২৭, ২১ মে ২০২০

ঈদে বৈশাখী টেলিভিশনে ব্যতিক্রমী আয়োজন

অনলাইন ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন। দেশের অন্যতম নন্দিত এই চ্যানেলটি সব সময় ব্যতিক্রমি অনুষ্ঠান উপহার দিয়ে থাকে। ঈদে থাকে বিশেষ চমক। এ প্রসঙ্গে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশীয় সংস্কৃতির কথা চিন্তা করে প্রতি ঈদেই বৈশাখী টেলিভিশন তার জনপ্রিয়তা ধরে রাখতে অনুষ্ঠান সাজিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় হবে না সে কথা নির্দ্বিধায় বলতে পারি। তবে করোনা ভাইরাসের মহামারিতে আমাদের সীমাবদ্ধতাও চোখে পড়ার মতো। ইচ্ছে থাকা সত্বেও অনেক কিছু করতে পারিনি। এরপরও আমাদের মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেয়ার ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এ বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। ঈদে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জানা গেছে ঈদ-উল-ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২০টি নাটক ও ৭টি সিনেমাসহ নানা অনুষ্ঠান। নাটকগুলোর মধ্যে ৭টি একক, ৭টি মেগা এবং ৭টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮-১০ মিনিটে। নাটকগুলো হলো টিপু আলম মিলনের গল্পে জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় আমি রেকর্ড করতে চাই। নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, নীলা প্রমুখ। ফারিয়া হোসেনের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ব্ল্যাঙ্ক চেক’। অভিনয়ে সজল, তমালিকা কর্মকার প্রমুখ। আনন জামানের রচনায়, শুদ্ধমান চৈতনের ‘কালো গোলাপ’। অভিনয়ে শ্যামল মওলা, শশী, সোমা, এহছান প্রমুখ। সবুজ ওয়াহিদের রচনায়, দেলোয়ার হোসেন দিলের পরিচালনায় ‘বাবা’। অভিনয়ে আ খ ম হাসান, নাদিয়া প্রমুখ। জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় আনলাকি থার্টিন। অভিনয়ে সাজু খাদেম, স্বাগতা, আরফান আহমেদ, নাফা প্রমুখ। হাসান জাহাঙ্গীরের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় গোধূলি লগ্নে। অভিনয়ে হাসান জাহাঙ্গীর, সজল, ভাবনা প্রমুখ। সাদেক সিদ্দিকীর রচনা ও পরিচালনায় ‘বউ বাড়ি’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি, শিপন, সাগর সিদ্দিকী, অরিন, অভি, শাহেলা, নবাগতা পিয়া প্রমুখ। ঈদের ৭টি বিশেষ ধারাবাহিক নাটকগুলো হলো হানিফ খান ও আহমেদ রোহান রুবেলের রচনা ও পরিচালনায় ‘দ্য জেন্টলম্যান’, অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘লাকী ভাই লিমিটেড’, ফজলুল হকের পরিচালনায় ‘সৌদি জামাই’, আল হাজেনের পরিচালনায় ‘জামাই বাজার’, ফজলুর রহমানের পরিচালনায় ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’, আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘হাইপ্রেসার’। প্রতিদিনর ৭টি মেগা নাটক হলো, টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ব্রেক ফেল’, আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘হাইপ্রেসার-২’ ও ‘লাল দালান’, এস এম শাহীন পরিচালিত ‘আয়না মতি’, রুমান রুনির পরিচালনায় ‘কিপ্টা দুলাভাই-২’, হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায়, ‘নায়িকার বিয়ে-২’, এবং ফরিদুল হাসানের পরিচালনায় ‘বউয়ের দোয়া পরিবহন’। এসব নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় সব তারকা। ঈদ আয়োজনে ৭টি বাংলা চলচ্চিত্র হলো আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ‘তুমি আমার মনের মানুষ’, কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’, এফ আই মানিক পরিচালিত ‘এক জবান, আবদুল মান্নান পরিচালিত মন বসেনা পড়ার টেবিলে, আজিজুর রহমান বুলি পরিচালিত বন্ধু যখন শত্রু’ এবং মনোয়ার খোকন পরিচালিত ‘সত্য মিথ্যার লড়াই’। এছাড়াও থাকছে বৈশাখীর ‘সকালের গান’, ‘গানে গানে ঈদ আনন্দ’, ‘সোনালী দিনের স্বর্ণালী গান’, ‘প্রিয় শিল্পীর সেরা গান’, ‘শুধু সিনেমার গান’, ‘ফানি মোমেন্ট’, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘দ্বারা দিয়া কর্তৃক’ ও ‘সকল চরিত্র কাল্পনিক’, ‘নাটকের গানে ঈদ আনন্দ’সহ নানা আয়োজন।
×