ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আম্পানের প্রভাবে চুয়াডাঙ্গায় ফসলসহ ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৭:৩৭, ২১ মে ২০২০

আম্পানের প্রভাবে চুয়াডাঙ্গায় ফসলসহ ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার ভোর থেকে শুরু হয় মুষলধারায় বৃষ্টি ও দমকা বাতাস। রাত ১০টা থেকে শুরু হয় আম্পান প্রভাব। এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮২ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৪৮ মিলিমিটার। ঝড়ে অসংখ্য কাঁচা ঘরবাড়ি,ফসল,রাস্তার ধারের বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষতি হয়। রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও সকালে কিছু কিছু এলাকায় সরবরাহ দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে কলা, আম, পান, লিচু, বোরো ধান, সবজি ও ডালসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় কলার মোট চাষযোগ্য জমির পরিমান ১ হাজার ৮০৪ হেক্টর। এর মধ্যে ক্ষতিগ্রস্থ জমির পরিমান ৬৬৪ হেক্টর। আম বাগানের জমির পরিমান ১ হাজার ৯৮০ হেক্টর। এর মধ্যে ক্ষতিগ্রস্থ বাগানের পরিমান ১ হাজার ১৭২ হেক্টর জমি। শাকসবজি চাষ যোগ্য জমির পরিমান ৭ হাজার ৩৭৫হেক্টর। দন্ডায়মান ৭ হাজার ৩৭৫ হেক্টর জমি। এর মধ্যে ক্ষতিগ্রস্থ জমির পরিমান ১ হাজার ৭৭৪ হেক্টর। পানের চাষযোগ্য জমির পরিমান ১ হাজার ৬১৭ হেক্টর। ক্ষতিগ্রস্থ জমির পরিমান ৬১৭ হেক্টর। আউশ বীজতলা সম্পূর্ণ ডুবে গেছে। জেলায় মোট বোরো ধানের জমির পরিমান ৩১ হাজার ৭২৫ হেক্টর। মাঠে ধান দন্ডায়মান ২ হাজার ৩১ হেক্টর। ক্ষতিগ্রস্থ জমির পরিমান ২ হাজার ৩১০ হেক্টর। শাকসবজির জমির পরিমান ৭ হাজার ৩৭৫হেক্টর। দন্ডায়মান ৭ হাজার ৩৭৫ হেক্টর। এর মধ্যে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৭৭৪ হেক্টর জমি। মুগডাল চাষ যোগ্য জমির পরিমান ১ হাজার ২১০ হেক্টর। এর দন্ডায়মানের পুরা মুগডাল ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান জানান,ঘূর্ণিঝড় আম্পান ও কাল বৈশাখী ঝড়ে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়-ক্ষতি নিরুপনের কাজ চলছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান,ঘূর্ণিঝড় আম্পানের জন্য আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
×