ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৭:০০, ২১ মে ২০২০

করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেলেন জনতা ব্যাংকের লোকাল অফিসের এক কর্মকর্তা। কোভিড-১৯ পজিটিভদের মধ্যে জনতা ব্যাংকের প্রথম কর্মকর্তা হাসিবুর রহমান। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ। খোঁজ নিয়ে জানা যায়, জনতা ব্যাংকের অ্যাডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। মৃত্যুর সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। হাসিবুর রহামানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ কর্মজীবন শুরু করেছিলেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৯৪-৯৫ শিক্ষাবর্ষের ছাত্র। উল্লেখ, এপর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ব্যাংকারের সংখ্যা মোট ৫৬ জন। জনতা ব্যাংকের এই কর্মকর্তাসহ আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। অন্যান্য মৃতদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের ১ জন, রূপালী ব্যাংকের ১ জন ও দি সিটি ব্যাংকের ২ কর্মকর্তা। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ব্যাংকারের সংখ্যা মোট ৫৬ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা। সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন বেসরকারি ইসলামী ব্যাংকের ১০ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন ও সিটি ব্যাংকের ২ জন। সর্বশেষ যুক্ত হলো জনতা ব্যাংকের এই কর্মকর্তা।
×