ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিলামে জাহিদকে আবিষ্কার করা ইমরানের ইউকেলেলে

প্রকাশিত: ১৪:৪৪, ২১ মে ২০২০

নিলামে জাহিদকে আবিষ্কার করা ইমরানের ইউকেলেলে

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজার সমুদ্র সৈকতে ‘মধু হই হই’ গান গেয়ে পরিচিতি পাওয়া শিল্পী জাহিদের কথা মনে আছে? আর এই জাহিদকে আবিষ্কার করা ইমরান হোসেনের কথা? যিনি জাহিদের গানের সঙ্গে ইউকেলেলে বাজিয়েছিলেন। পাশ্চাত্যের সংগীতযন্ত্র ইউকেলেলে বাজিয়ে শিকড়সন্ধানী গান গেয়ে সবার মাঝে পরিচিত সংগীত তারকা ইমরান হোসেন। বর্তমানে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিতভাবে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় পর্যদুস্ত বাংলাদেশের সাধারণ মানুষ। এমন অবস্থায় দুর্দশাগ্রস্ত রিকশাওয়ালা, প্রতিবন্ধী ও প্রান্তিক কৃষকের সহায়তার জন্য সেই শখের বাদ্যযন্ত্র ইউকেলেলে নিলামে তুলবেন ইমরান। এজন্য তিনি সমাজের বিত্তবান গানপ্রেমী মানুষকে এই মিউজিক ইন্সট্রুমেন্ট কিনতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইমরান হোসেন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে অনেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি। আমিতো সাধারণ মানুষ। তাই শখের বাদ্যযন্ত্রটি নিলামে তুলেছি। আশা করছি সবাইকে পাশে পাব। এদিকে দুষ্কৃতকারীদের মাধ্যমে ঘরবাড়ি পুড়ে যাওয়া দিরাইয়ের নিঃস্ব রণেশ ঠাকুর বাউলের পাশে দাঁড়িয়েছেন ইমরান। তার সংগঠন ‘মেড ইন বাংলাদেশ’ থেকে আয়োজিত হয়েছে অনলাইনভিত্তিক প্রতিযোগিতা ‘ট্যালেন্ট হান্ট বাই ইমরান’। এর মাধ্যমে ৫০ জন সুবিধাবঞ্চিত মিউজিশিয়ানকে সহায়তা করা হবে। এছাড়াও তিনি নরসিংদীর রায়পুরার দুর্গম চরে অসহায় অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
×