ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ে মাগুরায় ঘরবাড়ি, ফল ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৪:০৮, ২১ মে ২০২০

ঘূর্ণিঝড়ে মাগুরায় ঘরবাড়ি, ফল ও ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ ঘূর্ণিঝড় আমফানের আঘাতে মাগুরায় কাঁচা ও টিনের ঘরবাড়ি, আম, লিচু, কলা, পেঁপে ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সারারাত ধরে মাগুরা জেলার উপর দিয়ে ঝড় বয়ে যায় । ঝড়ে প্রাথমিকভাবে প্রায় সাড়ে ৪ শতাধিক কাঁচা ও টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। মাঠের পাকা বোরো ধান তলিয়ে গেছে । পাটের , পান বরজ , আম, লিচু পেপে, কাঁচামরিচের ক্ষতি । মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান , ঝড়ে মাগুরা সদর উপজেলায় প্রাথমিকভাবে আনুমানিক ৪শতাধিক কাঁচা ও টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে কত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তা নিরুপনের কাজ চলছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় ঝড়ে কত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। মহম্মদপুর কৃষি কর্মকর্তা জানান, ঝড়ে মহম্মদপুরে শতকরা ২০ভাগ আম পড়ে গিয়েছে। ৪২৫ হেক্টর জমির বরো ধান পানিতে তলিয়ে গেছে এবং ৫শত হেক্টর জমির পাট মাটিতে শুয়ে পড়েছে। ৪১ হেক্টর জমির কলা, কাঁচা মরিচ , পেপে , সবজি , পান বরজ , লিচুর ক্ষতি হয়েছে। পূর্ণাঙ্গ ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।
×