ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গ-ওড়িশায় আমফানে মৃত্যু ৪

প্রকাশিত: ০১:২৮, ২১ মে ২০২০

পশ্চিমবঙ্গ-ওড়িশায় আমফানে মৃত্যু ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা প্রদেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আমফান। এই ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে এ দুই রাজ্যে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। খবর পিটিআই, আনন্দবাজার পত্রিকা ও ইন্দো-এশীয় নিউজের। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় চারজন মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে উপকূলীয় এলাকাগুলোতে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আমফান। এতে এ দুই রাজ্যে শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। আমফানের আঘাতে অনেক কাঁচা ঘরবাড়ির চাল উড়ে গেছে।
×