ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুরস্কে নয়া রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

প্রকাশিত: ০১:২৬, ২১ মে ২০২০

তুরস্কে নয়া রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

জনকণ্ঠ ডেস্ক ॥ উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানকে তুরস্কে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। মসয়ূদ মান্নান একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। মসয়ূদ মান্নান তার বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে বাংলাদেশ মিশন লন্ডন, বেজিং, মাস্কাট ও নিউইয়র্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মরক্কো ও জার্মানিতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মসয়ূদ মান্নান কিশোগঞ্জ-২ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরহুম অধ্যাপক বশিরা মান্নানের বড় ছেলে।
×