ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ৩১শ’ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

প্রকাশিত: ০১:১৬, ২১ মে ২০২০

বাংলাদেশকে ৩১শ’ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে তিন হাজার ১শ’ কোটি টাকা (৩৩৪ মিলিয়ন ইউরো) দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন মনে করে করোনাভাইরাসের কোন সীমানা নেই। সে কারণে বিশ্বজুড়ে এই ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ২০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছে। এই অর্থ দিয়ে ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাত স্থিতিশীলতার জন্য ব্যয় করা হবে। ইউরোপীয় ইউনিয়ন জানায়, বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় নানা খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, বেসরকারী খাত উন্নয়ন, স্বাস্থ্যখাতে সহযোগিতা করছে। করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন খাতে এই ৩৩৪ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
×