ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসচ্ছল ক্রীড়াবিদদের অর্থ সাহায্য

প্রকাশিত: ০০:৪৪, ২১ মে ২০২০

অসচ্ছল ক্রীড়াবিদদের অর্থ সাহায্য

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে যেসব ক্রীড়াবিদ আর্থিক সঙ্কটে পড়েছেন, তাদের বুধবার সহায়তা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। প্রাথমিকভাবে ২৪ ফেডারেশনের ছয় শতাধিক ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে সহায়তা করেছেন তিনি। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিরা চেক গ্রহণ করেন। প্রাথমিকভাবে বাছাই করা ফেডারেশনগুলো থেকে তালিকা এনে এই সাহায্য প্রক্রিয়া সম্পন্ন করা হয় বুধবার দুপুরে, জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। আগামীতে দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের এই সহযোগিতা করা হবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা ইতোমধ্যে দেশব্যাপী খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বস্ত করেছে। আশা করছি, ঈদের পরে আমরা আরও অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করতে পারব।’
×