ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিসিএল ফুটবল লীগও বাতিল

প্রকাশিত: ০০:৪৪, ২১ মে ২০২০

বিসিএল ফুটবল লীগও বাতিল

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনার পর বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সেই সঙ্গে পরিত্যক্ত হয়েছে ২০১৯-২০ মৌসুমও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছেÑ ঘরোয়া ফুটবলের লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের (বিসিএল) ভাগ্য কি? কেননা ১৩ দলের এ লীগের দল বদল ইতোমধ্যেই আরম্ভ হয়ে গেছে। সবার আগে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব খেলোয়াড় দল বদলের কাজ (নিবদ্ধন) সম্পন্নও করে ফেলেছে। যদিও করোনার কারণে দল বদলের সময়সীমা দুবার বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১০ জুন পর্যন্ত। এটা ইতোমধ্যেই স্পষ্ট- বিপিএল পরিত্যক্ত হওয়ায় এবার কোন দলই অবনমিত হবে না। সেক্ষেত্রে একাধিক প্রশ্ন চলে আসে। তাহলে বিসিএল হলে সেখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ভাগ্যে কি হবে? সমন্বয়টা কিভাবে হবে? তাছাড়া দল বদল শেষ হলে কবে এই লীগ শুরু হবে, কবে তারা চ্যাম্পিয়ন-রানার্সআপ দল প্রিমিয়ারে যোগ দেবে? বিসিএল শেষ হওয়ার আগেই হয়তো শুরু হয়ে যাবে প্রিমিয়ার লীগের দল বদল। এসব ঝামেলা যেন না হয়, সেজন্য বিকল্প পথে হাঁটল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটি। বুধবার বিসিএলের ১৩ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা করে বিসিএল বাতিল ঘোষণা করেছে বাফুফে। ভার্চুয়াল এ সভার মাধ্যমেই ইতি টানা হলো দল বদলের মধ্য দিয়ে শুরু হওয়া বিসিএলের কার্যক্রম। উল্লেখ্য, গত ২০ মার্চ শুরু হয়েছিল বিসিএলের দল বদলের কার্যক্রম। প্রথমে শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল ক্লাব নামের আরও দুটি দলের এবার অভিষেক হওয়ার কথা ছিল বিসিএল ফুটবলে। নতুন দুটিসহ ৫ দল এই লীগে খেলার জন্য আবেদন করেছিল। বাফুফে সবগুলোকেই খেলার জন্য বিবেচনায় এনেছে।
×