ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যসেবার বীরদের জন্য ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ০০:৪৩, ২১ মে ২০২০

স্বাস্থ্যসেবার বীরদের জন্য ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসে সামনে থেকে নেতৃত্ব দেয়া স্বাস্থ্যকর্মীদের জন্য যৌথভাবে ফুটবল টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে তিন ইউরোপীয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বেয়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। ‘ইউরোপিয়ান সলিডারিটি কাপ ফুটবল ফর হিরোস’ নামে ছোট পরিসরে এই টুর্নামেন্ট হবে। এ থেকে অর্জিত অর্থ ব্যয় হবে স্পেন ও ইতালির স্বাস্থ্যসেবা খাতে। প্রত্যেক ক্লাবের মাঠে হবে একটি করে ম্যাচ। অর্জিত অর্থ ইতালি ও স্পেনের স্বাস্থ্যসেবা খাতের উন্নতি জন্য ব্যয় করা হবে বলে আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে ক্লাব তিনটি। ইউরোপের এই দুটি দেশে কোভিড-১৯ মহারারী অনেক বড় আঘাত হেনেছে। কঠিন এই সময়ে নিজের জীবনের পরোয়া না করে যারা সামনে থেকে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের ‘নায়ক’ বলে আখ্যায়িত করা হয়েছে তিনটি ক্লাবের বিবৃতিতে। বেয়ার্নের বিবৃতিতে ২০২১ সালে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলা হলেও এখন পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।
×