ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালাহর মুখোশ পরে ডাকাতির চেষ্টা

প্রকাশিত: ০০:৪৩, ২১ মে ২০২০

সালাহর মুখোশ পরে ডাকাতির চেষ্টা

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও অসাধু লোকজনের অপতৎপরতা থেমে নেই। বিভিন্ন ফন্দিফিকির করে সাধারণ মানুষের সর্বনাশ করে চলেছেন তারা। এমনই এক জঘন্য কাজ করতে গিয়েছিলেন মিসরের ডাকাতারে। এটি করতে তারা দেশটির কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ সালাহর মুখোশ ব্যবহার করেন। সালাহর তারকা খ্যাতির সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন অসাধু ব্যক্তিরা। ভেবেছিলেন সালাহর মুখোশ পরে দুষ্কৃতি করলে হয়ত পার পেয়ে যাবেন। তবে বাস্তবে তা হয়নি। মিসরের রাজধানী কায়রোতে ইংলিশ ক্লাব লিভারপুল ফরোয়ার্ডের মুখোশ লাগিয়ে দোকানে ডাকাতি করতে গিয়েছিলেন চার দুষ্কৃতিকারী। কিন্তু সফল হননি তারা; ধরা পড়েছেন সবাই। আর তাদের কাছ থেকে অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে সালাহর ৪টি মুখোশও। রাজধানীর নাসর সিটির কাছাকাছি হাসানেইন হেইকাল সড়কের পাশে একটি দোকানে ডাকাতি করতে ঢুকেছিলেন এই চারজন। যেন কেউ তাদের চিনতে না পারেন এ কারণে তারা প্রত্যেকে মুখে পরে নিয়েছিলেন সালাহর মুখোশ। লিভারপুল তারকার জনপ্রিয়তার অপব্যবহার করতেই মূলত তাদের এই অপচেষ্টা। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেছিল ডাকাতেরা। তবে শেষ রক্ষা হয়নি, পড়েন ধরা। এরপর তাদের পাঠিয়ে দেয়া হয়েছে সোজা কারাগারে।
×