ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোন বিক্রিতে ধস

প্রকাশিত: ০০:৩২, ২১ মে ২০২০

মোবাইল ফোন বিক্রিতে ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাকালে দেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রিতে ধস নেমেছে। বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বলছে, দুই মাসে বেচা-বিক্রি নেমে এসেছে এক তৃতীয়াংশে। সরকারের কাছে তাই শুল্ক ও কর ছাড়সহ বিভিন্ন নীতিগত সুবিধা চাইছেন, ব্যবসায়ীরা। তবে, আসছে বাজেটে এ খাতের জন্য নতুন কোন আশার খবর নেই। করোনা মহামারীর ধাক্কা লেগেছে মোবাইল হ্যান্ডসেটের বাজারে। হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিএমপিআইএর তথ্যমতে, মার্চের শেষ নাগাদ সাধারণ ছুটি ঘোষণার পর শুধু এপ্রিলেই বেচাকেনা কমেছে আট শ’ কোটি টাকার। মূলত দুই ঈদে মোবাইল সেট বিক্রির প্রধান মৌসুম। পরিস্থিতি না পাল্টালে বেচাকেনা তিনভাগের একভাগও হবে কি না শঙ্কা তাদের। দেশীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব সেলস আসিফুর রহমান বলছে, গেল দুমাসে ৬০ থেকে ৭০ ভাগ কমেছে তাদের বিক্রি। পরিস্থিতি সামাল দিতে এ খাতে সরকারের নীতি সহায়তার তাগিদ কোম্পানিটির। আর আন্তর্জাতিক মোবাইল হ্যান্ডসেট নির্মাতা শাওমির চাওয়া কর সুবিধা। তবে দেশে মোবাইল তৈরি বা সংযোজন কারখানা স্থাপনের জন্য প্রচলিত সুবিধা ছাড়া নতুন কোন আশার খবর নেই সরকারের তরফে। বিএমপিআইএ তথ্য বলছে, দেশে মোবাইল হ্যান্ডসেটের বাজার প্রায় ১০ হাজার কোটি টাকার।
×