ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ টাকায় ঈদ বাজার

প্রকাশিত: ০০:১৭, ২১ মে ২০২০

পাঁচ টাকায় ঈদ বাজার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ মে ॥ করোনায় কর্মহীন দরিদ্র ও অসহায় ঠাকুরগাঁও শহরের আট শতাধিক পরিবারের মাঝে ৫ টাকায় ঈদ বাজার নামে বিনামূল্যে ঈদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘জুলুমবস্তি’ নামের সামাজিক যোগাযোগ গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ ঈদের সকল সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বারের সভাপতি হাবিবুর রহমান বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর ও ফারুক হোসেন জুলুসহ নেতাকর্মীরা। গফরগাঁওয়ে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২০ মে ॥ করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৬০টি শিশুর পরিবার ও ১৮টি কওমি মাদ্রাসার মোহ্তামিমগণ এই উপহার গ্রহণ করেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর এই উপহার উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগীদের হাতে তুলে দেন স্থানীয় এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল। এর আগে গফরগাঁও ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সরকার দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন প্রমুখ।
×