ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মসজিদেই হবে ঈদের জামাত, কোলাকুলি নিষিদ্ধ

প্রকাশিত: ০০:১৫, ২১ মে ২০২০

মসজিদেই হবে ঈদের জামাত, কোলাকুলি নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে রাজশাহীতে এবার নিকটস্থ মসজিদেই পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে কারও সঙ্গে যেন কেউ কোলাকুলি না করেন সেই নির্দেশনাও দেয়া হয়েছে। এছাড়া সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বুধবার এই নির্দেশনা জারি করেছে। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়, মুসল্লিদের মাস্ক পরিধান, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় এবং এক কাতার অন্তর দাঁড়ানো, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলোনা পরিহার ইত্যাদি বিষয়ে ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে। তাই জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আরএমপির বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।
×