ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভ্যানচালক সফিকুলের মানবতা

প্রকাশিত: ০০:১৩, ২১ মে ২০২০

নীলফামারীতে ভ্যানচালক সফিকুলের মানবতা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মানবতার সেবায় সফিকুল ইসলাম নামের এক ভ্যানচালক এবার দৃষ্টান্ত স্থাপন করলেন। সামনে ঈদ তাই নিজের কিছু সঞ্চিত অর্থ দিয়ে অসহায় পরিবারের কাছে মানবতার সহায়তা নিয়ে হাজির হয়েছেন। বুধবার দুপুরের পর তিনি ঘুরে ঘুরে বেছে বেছে এমন শতাধিক পরিবারের কাছে গিয়ে নিজহাতে তুলে দিয়েছেন আটা, চাল, আলু ও সেমাই, চিনি। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিছামত দোগছি গ্রামে ভ্যানচালক শফিজুল ইসলামের বাড়ি। এলাকাবাসী তাকে বল্টু বলেই চেনে। শফিকুল ইসলাম বল্টু জানান, করোনাভাইরাস আমাদের সকলকেই ঘরবন্দী করে দিয়েছে। দিন এনে দিন খাওয়া পরিবারগুলো আজ বড়ই অসহায়। অন্য মানুষজনের মতো আমি সরকারী ত্রাণ পেয়েছি। সেই ত্রাণ রেখে দিয়েছিলাম। সেই ত্রাণ আরেক অসহায়ক দিয়েছি। চাঁদপুর নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছ স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারীর ছেলে এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বারেক উল্লাহ উপম পাটওয়ারী ও তার বোন উম্মে হানী উপা ৬ শতাধিক মধ্যবিত্তদের মাঝে এ খাদ্য সয়াহতা প্রদান করেন।
×