ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় রেল ইঞ্জিনের সঙ্গে ট্রলির সংঘর্ষ

প্রকাশিত: ০০:১৩, ২১ মে ২০২০

কুষ্টিয়ায় রেল ইঞ্জিনের সঙ্গে ট্রলির সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ মে ॥ কুষ্টিয়ায় রেলওয়ে ইঞ্জিন ও স্লিপার বোঝাই ট্রলির মধ্যে সংঘর্ষে রেল ইঞ্জিন লাইনচ্যুত ও ট্রলি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া শহরের মতিয়ার রেলগেটের সন্নিকটে হাটপাড়া নামক স্থানে কুষ্টিয়া-পোড়াদহ রেল ট্রাকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রেললাইন রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত একটি খালি ইঞ্জিন রাজবাড়ী স্টেশন থেকে ঈশ^রদীর উদ্দেশ্যে যাবার পথে পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ রুটে মতিয়ার রেলগেট পেরিয়ে স্লিপার বোঝাই একটি চলন্ত ট্রলিকে ইঞ্জিনটি ধাক্কা দেয়। এতে ট্রলিটি চূর্ণ-বিচূর্ণ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে ইঞ্জিনের মধ্যে আটকে যায় এবং ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এসময় ট্রলি থেকে লোহার স্লিপারগুলো রেল লাইনের দুপাশে ছিটকে পড়ে। তবে এ দূর্ঘটনায় হতাহাতের কোন ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় চালকসহ ৫-৬ খালাসী ট্রলি থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। ইঞ্জিনের সহকারী চালক আনিসুর রহমান জানান, কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশন মাষ্টারের ক্লিয়ারেন্স পেয়েই তারা ইঞ্জিনসহ পোড়াদহ জংশনের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে কুষ্টিয়া- পোড়াদহ রুটে মতিমিয়ার রেলগেটের অদুরে জগতি হাটপাড়া নামক স্থানে রেল লাইনের ওপর চলন্ত ট্রলি দেখে তাৎক্ষণিক ইঞ্জিন নিয়ন্ত্রনের চেষ্টা করেও তা সম্ভব হয়নি বলে জানান তিনি। বিকালে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটিকে উদ্ধার ও রেল লাইনের মেরামত সম্পন্ন করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×