ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় আক্রান্ত তিন লাখ ছাড়াল

প্রকাশিত: ২৩:৪১, ২১ মে ২০২০

রাশিয়ায় আক্রান্ত তিন লাখ ছাড়াল

রাশিয়ায় বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত হয়েছে নয় হাজারেরও বেশি। এর আগে দেশটি বলেছিল, তাদের ভাইরাস পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন বলেছেন, দেশটি নতুন সংক্রমণের গতি থামাতে পেরেছে। তবে পরিস্থিতি এখনও জটিল বলে তিনি উল্লেখ করেন। তিনিসহ কয়েকজন সিনিয়র কর্মকর্তা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবারের হিসেবে দেখা গেছে, চতুর্থদিনের মতো নতুন সংক্রমণের সংখ্যা ১০ হাজারের নিচে এসেছে। সোমবার এ সংখ্যা ছিল নয় হাজারের নিচে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে আরও ১১৫ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৩ জনে। এদিকে রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনা নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন। পেরুতে মধ্য এপ্রিলে এ ধরনের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা। আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্তঃসত্ত্বা নারী করোনায় আক্রান্ত ছিলেন। মুখপাত্র জানান, তারা এখন বাড়িতেই আছে। হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। -ইন্টারনেট
×