ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের পর আল-আকসা খুলবে

প্রকাশিত: ২৩:৪০, ২১ মে ২০২০

ঈদের পর আল-আকসা খুলবে

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পর মুসল্লিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে জেরুজালেমের আল-আকসা মসজিদ। বুধবার মসজিদটির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে দুই মাস মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল। জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিবৃতিতে জানায়, ঈদ উল ফিতরের ছুটির পর মসজিদে মুসল্লিদের প্রবেশে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। জর্ডান নিযুক্ত এই পরিষদ জেরুজালেমে ইসলামি স্থাপনার দেখাশোনার দায়িত্ব পালন করে। করোনার বিস্তার রুখতে গত মার্চ মাসে ইসলামের অন্যতম পবিত্র মসজিদটিতে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ৫০ বছরের মধ্যে এই প্রথমবার এমন পদক্ষেপ নেয়া হলো।- আল জাজিরা
×