ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমফান মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ুন ॥ রাহুল

প্রকাশিত: ২৩:৩৯, ২১ মে ২০২০

আমফান মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ুন ॥ রাহুল

শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস সাবেক সভাপতি রাহুল গান্ধী। বুধবার এক টুইটার বার্তায় তিনি বলেন, করোনাভাইরাসের সঙ্কটের মধ্যেই দেশে আসছে ঘূর্ণিঝড় আমফান। আমি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে আসন্ন বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সহায়তা করার জন্যে আবেদন করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন। ভারতের আবহাওয়া দফতরের মতে এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। আমফানের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলী, নদিয়া জেলার। আমফানের প্রভাবে পশ্চিমবঙ্গে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সঙ্গে চলবে লাগাতার ভারি বৃষ্টি। - এনডিটিভি
×