ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক চিকিৎসা

প্রকাশিত: ২৩:০৩, ২১ মে ২০২০

প্রাথমিক চিকিৎসা

* কোন ব্যক্তি ও শিশুর ক্ষেত্রে জ্বর এবং সর্দি-কাশি-গলা ব্যথা হলে কিছু না ভেবেই প্রথম চোটেই জ্বরের জন্য বড়ি বা সিরাপ প্যারাসিটামল দিতে হবে। * দিতে হবে বড়ি বা সিরাপ এজিথ্রোমাইসিন। * যেহেতু হাইড্রোক্সিক্লোরোকুইন বিতর্কিত সেহেতু শুধু এজিথ্রোমাইসিন দিয়েই শুরু করি না কেন। * তার পরেও রোগীর অবস্থার উন্নতি না হলে বা ৩-৪ দিনেও জ্বরের উন্নতি না হলে করোনার টেস্ট করান বা সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোযাগ করুন। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫২৮৫৫৫৯
×