ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষা করাতে গিয়ে ফটোসাংবাদিক মিজানের মৃত্যু

প্রকাশিত: ২৩:০২, ২১ মে ২০২০

করোনা পরীক্ষা করাতে গিয়ে ফটোসাংবাদিক মিজানের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে ফটোসাংবাদিক মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট চার সাংবাদিকের মৃত্যু হলো। করোনাভাইরাসের উগসর্গ নিয়ে ফটোসাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। সেখানে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে যান। দ্রুত তাকে পপুলার হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মঈনুদ্দিন আহম্মেদ জানান, মিজানুর রহমান ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে জ্বর ও কাশি ছিল। বুধবার সকালে তিনি ডিআরইউ-এর করোনা বুথে টেস্ট করার জন্য এসেছিলেন। তিনি বাংলাদেশের খবর পত্রিকার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চীফ রিপোর্টার হুমায়ুন কবির খোকনের। তার স্ত্রী সন্তানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর একই পত্রিকার শিফট ইনচার্জ মাহমুদুল হাসান অপু করোনা ভাইরাসের উগসর্গ নিয়ে মারা যান। এরপর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান দৈনিক ভোরের কাগজ পত্রিকার ক্রাইম রিপোর্টার আসলাম রহমান।
×