ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেন্টাল বিদ্যুত পদ্ধতি বাতিল ও পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ঢেলে সাজার আহ্বান

প্রকাশিত: ২২:৫৩, ২১ মে ২০২০

রেন্টাল বিদ্যুত পদ্ধতি বাতিল ও পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ঢেলে সাজার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ রেন্টাল বিদ্যুত পদ্ধতি শীঘ্রই বাতিল এবং পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান-২০১৬ নতুন করে ঢেলে সাজার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সরকারের বিদ্যুত বিভাগের তথ্য ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী দেশের বিদ্যুত সক্ষমতার একটি বড় অংশ অব্যবহৃত থাকায় বেসরকারী বিদ্যুত কেন্দ্রের ভাড়া ও ভর্তুকি হিসেবে রাষ্ট্রের গগনচুম্বী অপচয়ের বোঝা জনগণের সামর্থ্যরে বাইরে চলে গেছে বলেও জানায় সংস্থাটি। বুধবার সংস্থাটি বিভিন্ন গণমাধ্যমের পাঠানো এক বিবতিতে এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, বিদ্যুত বিভাগের হিসাব অনুযায়ী দেশের বিদ্যুত সক্ষমতার একটি বড় অংশ বর্তমানে অলস বসে থাকায় ২০২০ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ খাতে মোট ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে। সম্প্রতি লন্ডনভিত্তিক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস ফাইন্যান্সিয়াল এ্যানালিসিস (আইইইএফএ)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চাহিদার চেয়ে বিদ্যুত কেন্দ্র বেশি স্থাপন করায় সরকারকে ৫৭ শতাংশ বিদ্যুত কেন্দ্র অলস বসিয়ে রাখতে হচ্ছে।
×