ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমফান প্রতিরোধে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান

প্রকাশিত: ২২:৫০, ২১ মে ২০২০

আমফান প্রতিরোধে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দফতর। বুধবার সংবাদ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর দফতর জানায়, করোনা সঙ্কটের মতো আমফানের আঘাতজনিত ক্ষয়ক্ষতি থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। এ জন্য ঘূর্ণিঝড়ে দেশের নাগরিকদের কিছু বিষয় অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আবহাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী, যে সব এলাকায় আমফানের আঘাত হানার জোরালো আশঙ্কা রয়েছে, সে সব এলাকার লোকজন যত দ্রুত সম্ভব নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পারলে শুকনা খাবার ও খাবার পানি সঙ্গে নিন। রাতে চলাচলে প্রয়োজন হয়, এমন সব ইলেক্ট্রনিক উপকরণ যেমন: লাইট, ব্যাটারি ইত্যাদি সঙ্গে রাখুন। গৃহপালিত পশু-পাখি যতটা সম্ভব নিরাপদ ও উঁচুস্থানে রাখুন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঘূর্ণিঝড় চলাকালে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। ঘরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা যতটা সম্ভব বন্ধ রাখুন। জীবন ধারনের জন্য প্রয়োজন পড়ে। এমন অতি প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যসামগ্রী অবশ্যই পানি নিরোধী পলিথিন কিংবা শুকনা থাকবে এমন বস্তু দিয়ে ভালভাবে মুড়িয়ে সংরক্ষণ করুন। চলছে করোনাকাল। তাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ডস্যানিটাইজার নিতে ভুলবেন না। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থানের চেষ্টা করুন। ঘূর্ণিঝড়ের পরে উদ্ধার অভিযানে রেসকিউ সামগ্রী ও রেসকিউ বোর্টের প্রয়োজন পড়তে পারে।
×