ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের আগে তিন চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ২২:৪২, ২১ মে ২০২০

ঈদের আগে তিন চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী

শংকর কুমার দে ॥ ঈদ উল ফিতরের প্রাক্কালে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণ, পোশাক শিল্পের শ্রমিক বিক্ষোভ মোকাবেলা, ঘূর্ণিঝড়ের ফলে জানমালের ক্ষতির আশঙ্কা এই তিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ভীতি উপেক্ষা করে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে রাস্তায়। ঈদের আগে বেতন, বোনাসের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয়া পোশাক শিল্পের শ্রমিকরা সামাজিক দূরত্ব না মানায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা, আবার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। অপরদিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ফলে মানুষদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করানো, ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রস্তুতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতি বছরই ঈদ উল ফিতরের আগে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার প্রবণতার ধারাবাহিকতায় এবারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমেছে মানুষের ঢল। রাজাধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার চতুর্মুখী রাস্তায় ব্যারিকেড বসিয়ে গ্রামমুখী মানুষের ঢল ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি না মেনে যে ভাবে রাস্তায় জন¯্রােত নেমেছে তাতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যারা গ্রামের বাড়িতে যাবেন, তারা সেখানেও করোনাভাইরাস ছড়াতে পারেন। আবার গ্রাম থেকে ফিরে ঢাকায় আসার পর এখানেও করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় পুলিশকে মাঠে নামানো হয়েছে। রাজধানী থেকে লোকজনের গ্রামমুখী জন¯্রােত ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। গত দুই দিনে কয়েক হাজার গ্রামমুখী মানুষকে রাস্তা থেকে ঢাকায় ফেরত পাঠিয়েছে পুলিশ। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঈদের আগে বেতন বোনাসের দাবিতে গত দুই দিন ধরে রাজধানী ঢাকার আশপাশে বিক্ষোভ করেছে কয়েক হাজার পোশাক শিল্পের শ্রমিক। তারা কেউই সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়বে না এমন নিশ্চয়তা নেই। করোনার ঝুঁকি নিয়েই গত ২৬ এপ্রিল থেকে পোশাক শিল্প খুলে দেয়া হয়েছে। এখন আবার করোনার ঝুঁকি নিয়েই ঈদের আগে বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে পোশাক শিল্পের শ্রমিকরা। গত দুই দিনে টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, গুলশান, পোস্তগলায় পোশাক শিল্পের শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়। বেতন বোনাসের দাবিতে যখন শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয় তখন তারা স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটাতে পারে সেজন্য মাঠে নেমেছে পুলিশ। যেসব স্থানে বিক্ষোভ হয়েছে সেখানে রাস্তাও অবরোধ করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা পোশাক শিল্পের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে পুলিশের দাবি। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মরার উপর খারার ঘা প্রবাদের মতোই করোনাভাইরাসের মধ্যে ঈদের আগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। বুধবার পর্যন্ত প্রায় ২৪ লাখ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ঘূর্ণিঝড়ের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে পুলিশ। শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার উপকূলের দিকে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে দ্বীপাঞ্চলের মানুষের মনে জাগাচ্ছে অজানা বিপদের শঙ্কা। দ্বীপাঞ্চল এলাকায় রয়েছে লাখ লাখ মানুষজনের বসবাস। লাখ লাখ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেয়া, সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি মেনে চলা, সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
×