ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় আমফানে চরফ্যাশনে গাছচাপায় নিহত ১

প্রকাশিত: ২২:০৩, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আমফানে চরফ্যাশনে গাছচাপায় নিহত ১

অনলাইন রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া এক নারী গুরুতর জখম হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙ্গে মাথায় পড়ে সিদ্দিক ফকির জখম হয়। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথের মধ্যে তার মৃত্যু হয়। অন্যদিকে একই সময় চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইয়ানুর বেগমের (৩০) গায়ে সুপারি গাছ ভেঙ্গে মাথায় আঘাত লাগে। চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথায় প্রায় ২৫/২৬টি সেলাই লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার চর পাতিলা, ঢালচর ও কুকরি-মুকরি ইউনিয়নের মানুষকে আজ বুধবার থেকে উঁচুস্থান এবং সাইক্লোন সেন্টারে যেতে ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও রেডক্রিসেন্ট সোসাইটিকে নিয়ে সর্তক বার্তা প্রচার করছেন। নৌকা বোঝাই করে বিচ্ছিন্ন দ্বীপ থেকে দক্ষিণ আইচা থানা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।
×