ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান বাহিনীতে যুক্ত হলো সি-১৩০জে পরিবহন বিমান

প্রকাশিত: ২১:৫৮, ২১ মে ২০২০

বিমান বাহিনীতে যুক্ত হলো সি-১৩০জে পরিবহন বিমান

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৫টি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত বিমানগুলোর মধ্যে দ্বিতীয় সি-১৩০জে বিমানটি যুক্তরাজ্য থেকে বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকের সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। খবর আইএসপিআর। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন। যাত্রাপথে বিমানটি কায়রো (মিসর) ও মাসকাট (ওমান) এ অবতরণ করে এবং এই দুটি বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কিছু শুভেচ্ছা বার্তা ও শুভেচ্ছা নিদর্শন সামগ্রী নিয়ে যায়। এছাড়া করোনাভাইরাসের কারণে কায়রোতে আটকে পড়া কিছু বাংলাদেশী নাগরিক এই বিমানের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান; যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে।
×