ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির বিশেষ অভিযান

প্রকাশিত: ২১:৫৭, ২১ মে ২০২০

ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির বিশেষ অভিযান

স্টাফ রির্পোটার ॥ ডেঙ্গু জ্বর থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে মশক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানের পঞ্চম দিনে সস্থাটির পাঁচটি অঞ্চলে মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযানে মোট ২ হাজার ১৫০টির অধিক বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়ায় ১২ মামলা দায়ের করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অঞ্চল-১ (উত্তরা) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইনের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরে মোট এক হাজার ২০টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে প্রায় ৭৮১টি স্পটে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়, যার মধ্যে ২২ স্পটে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার প্রজনন উপযোগী সম্ভাব্য সকল স্থানে কীটনাশক স্প্রে করা হয় এবং বাড়ির মালিকদেরকে সতর্ক করেছে। এ সময় দুজনকে ২টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-২ (মিরপুর-২) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাসেদের নেতৃত্বে মিরপুর এলাকার ৬নং ওয়ার্ডের সেক্টর-৭ এ ৬২৫টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় চিরুনি অভিযানে ১৩৯টি স্থানে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ৪টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৪টি মামলা দায়ের করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×