ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনা পরীক্ষার আগে হাসপাতালে রোগীর আত্মহত্যা

প্রকাশিত: ১৯:১৪, ২০ মে ২০২০

দিনাজপুরে করোনা পরীক্ষার আগে হাসপাতালে রোগীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি সজনী বেগম (৪০) নামে এক রোগী আত্মহত্যা করেছে। বুধবার সকালে তার করোনা পরীক্ষা করার কথা ছিল। তার আগেই ভোররাতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সজনী বেগম কুষ্টিয়ার মাঝপাড়া এলাকার আব্বাসের স্ত্রী। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ হোসেন জানান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার সোমবার অসুস্থ্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করান। সেই নারী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। বুধবার তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
×